বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কর্তব্যে অবিচল থেকে সমাজকে শিক্ষিত করায় মগ্ন সিভিক হীরালাল

Sumit | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৫৮Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি  : কাজে কখনও ফাঁকি নেই। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সামলাচ্ছেন। আবার সময় মতো থানার কাজ করছেন। কাজের অবসরে চালাচ্ছেন পাঠশালা। যদিও পাকাপোক্ত নয়, তাঁর পাঠশালা তৈরি পাটকাঠি দিয়ে। তবু সেই পাঠশালায় পড়ুয়ার সংখ্যা নিতান্তই কম নয়। এভাবেই সারাদিন কাজ কর্ম আর অবসর সময়ে শিক্ষিত সমাজ গড়ার করে লড়াইয়ে মগ্ন পেশায় সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার।

 

ধীরে ধীরে ছোটদের এই পাঠশালা সমগ্র বলাগড়ে হীরার পাঠশালা নামে খ্যাতি অর্জন করেছে। আর হীরার সেই পাঠশালায় স্বচ্ছন্দে শিখছে পড়ছে ছোটোরা। আর বলাগড়ের এই সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে যথার্থই খুশি হুগলি গ্রামীণ পুলিশ। এদিকে শিক্ষক হীরালালের হাত ধরে ভালো করে শেখার সুযোগ পেয়ে খুশি কচিকাঁচারা।

 

সকাল থেকে হীরালালকে দেখা যায় হুগলির বলাগড় ব্লকের নাটাগরে এস টি কে কে রোডের উপর। প্রতিদিন নিয়ম করে তাঁকে যানচলাচল স্বাভাবিক রাখার দায়িত্ত্ব, অর্থাৎ ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয়। রোদ, ঝড়, জল উপেক্ষা তাঁকে দেখা যায় রাস্তার যান নিয়ন্ত্রণ করতে। দায়িত্ত্ব নিয়ে মানুষকে রাস্তা পারাপার করতে সাহায্য করেন হীরালাল। 

 

বলাগড় ব্লকের নাটাগড় মূলত আদিবাসী অধ্যুষিত একটি গরীব গ্রাম হিসেবেই পরিচিত। সেখানকার বাসিন্দাদের অধিকাংশই ক্ষেতমজুর বা চাষবাসের সঙ্গে যুক্ত। তাই স্বল্প রোজগারে গ্রামবাসীদের অধিকাংশেরই গৃহশিক্ষক রাখার সমর্থ্য নেই। নিষ্ঠার সঙ্গে সেই গৃহশিক্ষকের অভাব পূরণ করেন হীরালাল। দীর্ঘ দিন ধরে বিনামূল্যে পড়ুয়াদের পাঠদান করেন সিভিক ভলেন্টিয়ার হীরা। আর সেই শিক্ষা দানের জন্য রাস্তার পাশে পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করেছেন একটি চালা ঘর। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে প্রায় ২০ জন পড়ুয়া আসে ওই পাঠশালায়। তার কাছে তালিম নিয়ে তার পর যায় স্কুলে।

 

ঘণ্টা দেড়েক খুদে পড়ুয়াদের লেখাপড়া শেখানোর পর তাদের হাত ধরে রাস্তা পার করে স্কুলেও পৌঁছে দেন। এটা তার নিত্য দিনের কাজ। বর্তমানে নাটাগড়ে পাটকাঠির ওই চালা ঘর, হীরার পাঠশালা নামে পরিচিতি লাভ করেছে। হীরার পাঠশালায় মিড-ডে মিল না থাকলেও, পড়া শেষে পড়ুয়াদের জন্য থাকে বিস্কুট আর লজেন্স। আর তাতেই খুশি পড়ুয়ারা। বিস্কুট লজেন্স পেয়ে আনন্দে আত্নহারা খুদেরা হীরার হাত ধরে পৌঁছে যায় স্কুলে। সেখানে দুপুরে মিড-ডে মিল। এভাবেই চলে পড়াশোনা।

 

২০১০ সালে বলাগড় কলেজ থেকে বিএ পাস করেন হীরালাল সরকার। এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজে যোগ দেন। সকালে ট্রফিকের দায়িত্ব সামলাতে হয়। থানাতেও কাজ থাকে। সব মিটিয়ে বিকেলে বাবার সবজির দোকানে কাজ করতে হয়। তার মাঝেই পাঠশালা। তবে বরাবরই নিজের দায়িত্ব কর্তব্যে অবিচল হীরা এক সময় ভালো ক্রিকেট খেলত। 

 

হীরার পাঠশালার প্রশংসায় মুখর স্থানীয় পাপিয়া সরেন, প্রিয়াঙ্কা মান্ডিরা। তাঁরা জানিয়েছেন, প্রত্যেকদিন সকাল হলেই তাঁরা তাঁদের ছেলে মেয়েকে পাঠাশালায় পৌঁছে দিয়ে আসেন। হীরালাল হাজার কাজের মাঝেও ঠিক সময়মতো সেখানে হাজির থাকেন। তাঁদের সন্তানদের পড়িয়ে আবার স্কুলে পৌঁছে দেন। সর্বদা সকলের সঙ্গে হাসিমুখে সম্মান দিয়ে কথা বলে হীরা। বাচ্চাদের স্নেহ করেন ,যত্ন করে পড়াশোনা শেখান। তাঁদের ছেলে মেয়েরা বিনে পয়সায় পড়াশোনা শেখার সুযোগ পায়।

 

এই প্রসঙ্গে হীরালাল বলেছেন, সম্পূর্ণ ওই এলাকা আদিবাসী অধ্যুষিত। অনেকেই মনে করেন এরা পিছিয়ে পড়া মানুষ। তিনি যেহেতু ওখানে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছেন তাই তিনি তার কাজের ফাঁকেই কচিকাঁচাদের পড়াশোনাটা একটু দেখিয়ে দেন। তাতে তারা কিছুটা হলেও শিখতে পারে। যে সমস্ত পরিবারের প্রাইভেট পড়ানোর সাধ্য নেই, সেই পড়ুয়াদের যত্ন করে তিনি পড়াশোনা শিখিয়ে থাকেন। মূলত খুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতেই তার এই উদ্যোগ। সমাজের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে তার বেশ ভালোই লাগে।

 

এই প্রসঙ্গে হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেছেন, সবাই খারাপ হয় না। হীরালকে দেখলে সেটা বোঝা যায়। ও ক্রমাগত ছোটোদের শিক্ষিত করে তোলার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কিছু হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর মহৎ চেষ্টা চালাচ্ছে। গত ছয় মাস ধরে নিজের চেষ্টায় ধীরে ধীরে পাঠশালা গড়ে তুলেছে। তার ওই উদ্দেশ্যই হলো ছোটোদের শিক্ষিত করা। পুলিশের তরফে ওর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিজিৎ বাবু। হুগলি গ্রামীন পুলিশের সুপার কামনাশিস সেন নিজেও এই ধরনের কাজ পছন্দ করেন। তাই গ্রামীণ পুলিশের তরফে হীরাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন বলাগড় থানার ওসি রাজকিরণ মুখার্জি এবং ডিএসপি ক্রাইম হীরালালকে তার মহৎ কাজের জন্য তাকে থানায় ডেকে সম্বর্ধনা দিয়েছেন।


#Hoogly police#Civic police



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



09 24